বিদেশ যাত্রীদের যে সব রোগ মেডিকেল টেষ্ট ধরা পড়লে আনফিট হয় 

প্রকাশিত: 22/01/2021

মোঃ রফিকুল ইসলাম

 বিদেশ যাত্রীদের যে সব রোগ মেডিকেল টেষ্ট ধরা পড়লে আনফিট হয় 

আপনী আমি যখন যে কোন কাজে বা প্রয়োজনে বিদেশ যেতে চাই তখন প্রয়োজন হয়  মেডিকেল টেষ্ট । তবে এ সব মেডিকেল টেষ্ট বাধ্যতামুলক অবশ্যই করতে হবে  । আবার অনেক দেশে ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর মেডিকেল টেষ্ট করা হয় আবার অনেক দেশে নিয়ম  আছে  নিজ  নিজ দেশ থেকে  করতে হয় । নিজ দেশে মেডিকেল টেষ্ট করতে চাইলে গামকা তালিকা ভুক্ত কিছু মেডিকেল আছে সেখানে গিয়ে অবশ্যই মডিকেল টেষ্ট করাতে হবে । তবে এ মেডিকেলে সাধারন  কি কি টেষ্ট করা হয় ,  শরীরিক পরীক্ষা ,  মলমুত্র পরীক্ষা ,এক্স-রে ,রক্ত পরিক্ষা, এইচ এসবি এসজি ,হেপাটাইটিস এ ও বি ,ভিডিআরএল , যৌনরোগ বা সংক্রমণ পরীক্ষা , এইচআইভি বা এইডস-্এর পরীক্ষা ,টিউবারকিউলোসিস বা যক্ষা ম্যালেরিয়া , লেপ্রোসি ,মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষা করা হয় । 
যে সব রোগ থাকলে মেডিকেল পরীক্ষায় আনফিট করে  দেওয়া হয় ।
১.    এইচআইভি 
২.    চর্মরোগ 
৩.    জন্ডিস 
৪.     হাটের সমস্য 
৫.    শ্বাসকষ্ট 
এই রোগগুলি  থাকলে  আপনি কোন ক্রমে বিদেশ যেতে পারবে না ।

 
 

আরও পড়ুন

×