প্রকাশিত: 22/01/2021
আপনী আমি যখন যে কোন কাজে বা প্রয়োজনে বিদেশ যেতে চাই তখন প্রয়োজন হয় মেডিকেল টেষ্ট । তবে এ সব মেডিকেল টেষ্ট বাধ্যতামুলক অবশ্যই করতে হবে । আবার অনেক দেশে ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর মেডিকেল টেষ্ট করা হয় আবার অনেক দেশে নিয়ম আছে নিজ নিজ দেশ থেকে করতে হয় । নিজ দেশে মেডিকেল টেষ্ট করতে চাইলে গামকা তালিকা ভুক্ত কিছু মেডিকেল আছে সেখানে গিয়ে অবশ্যই মডিকেল টেষ্ট করাতে হবে । তবে এ মেডিকেলে সাধারন কি কি টেষ্ট করা হয় , শরীরিক পরীক্ষা , মলমুত্র পরীক্ষা ,এক্স-রে ,রক্ত পরিক্ষা, এইচ এসবি এসজি ,হেপাটাইটিস এ ও বি ,ভিডিআরএল , যৌনরোগ বা সংক্রমণ পরীক্ষা , এইচআইভি বা এইডস-্এর পরীক্ষা ,টিউবারকিউলোসিস বা যক্ষা ম্যালেরিয়া , লেপ্রোসি ,মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষা করা হয় ।
যে সব রোগ থাকলে মেডিকেল পরীক্ষায় আনফিট করে দেওয়া হয় ।
১. এইচআইভি
২. চর্মরোগ
৩. জন্ডিস
৪. হাটের সমস্য
৫. শ্বাসকষ্ট
এই রোগগুলি থাকলে আপনি কোন ক্রমে বিদেশ যেতে পারবে না ।