চাকরির বাজার সম্পর্কে ধারণা 

প্রকাশিত: 27/11/2019

নিজস্ব প্রতিবেদক

চাকরির বাজার সম্পর্কে ধারণা 

আমাদের দেশে সাধারণত শিক্ষাব্যবস্থা বা পাঠ্য বিষয়ের সংঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির বাজারে তৈরি হয় না । তাছাড়া চাকরির বাজার অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু হয় না । 

তাই সকলকে পড়াশোনার পাশাপাশি চাকরির বাজার সম্পর্কে ধারনা থাকতে হবে । যাতে নিজেদের দক্ষতা সব জায়গা সমান বাবে ব্যবহার করা যায় । 

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কী কী চ্যালেঞ্জ আসছে , কোন কোন দক্ষতা ও যোগ্যতাকে বর্তমার ও আগামী দিনের জন্য জরুরী তা চিহ্নিত করে প্রস্তুতি গ্রহন করতে হবে । 

বিশ্ববাজারে কোন কোন চাকরির চাহিদা বাড়ছে ও কমছে সে সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে । না হলে চাকরির বাজার থেকে ছিটকে পড়তে হবে প্রথমেই । 

তাই সকলের উচিত নিজের যোগ্যতা ও দক্ষতাকে নির্দিষ্ট করার পাশা পাশি সেগুলোকে চাকরির বাজার উপযোগী কিনা সে দিকে ভালো ভাবে খেয়াল রাখতে হবে । 

আরও পড়ুন

×