চাকরি প্রার্থীরা যা করবেন । 

প্রকাশিত: 27/11/2019

নিজস্ব প্রতিবেদক

চাকরি প্রার্থীরা যা করবেন । 

পড়াশোনা শেষ করার পর মানুষকে স্বাভাবিক নিয়মেই জীবনের নতুন একটি অধ্যায়ে পা রাখেন তথা চাকরি । ছাত্রজীবনে ঢিলেঢালা স্তর থেকে কর্মজীবনে প্রবেশের সময়টা মোটেও সহজ কিছু না ।

এর জন্য প্রয়োজন প্রস্তুতি । যদিও বর্তমান সময়ের তরুণেরা অনেক বেশি সচেতন তবুও কিছু বিষয় জানা জরুরী । উপস্থাপন কৌশল বা প্রেজেন্টেশন স্কিলস একটি মৌলিক গুণ ।

তথা অপরিচিত লোকের সামনে নিজেকে ‍তুলে ধরার মতো যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বাজারে অনেক বেশি চাহিদার । এক কথায় নিজেকে অপরিচিত মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরার মত কৌশল শিখতে হবে ।

তবে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে সাধারণ জ্ঞান বা কমনসেন্স । যা কিছুই করবেন সেটাকে আগে নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে বুঝাতে হবে ,   কপি করে বা অন্যকে অনুকরণ করে নিজের

জীবনকে সাজানো যায় না । কারন প্রতিটা মানুষই অনন্য এবং নিজস্ব ক্ষেত্র নিয়ে বেড়ে ওঠে । তাই নিজেকে জানা , বোঝা এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনার কোনো বিকল্প নেই । 

আরও পড়ুন

×