সাধারন জ্ঞান

প্রকাশিত: 17/10/2019

ডে-নাইট নিউজ

সাধারন  জ্ঞান

১। বাংলাদেশ দিবস কোথায় পালিত হয়?

-নেদারল্যান্ড

২। বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলের উদ্ভাবক কে?

-ড. জামালউদ্দিন (বাংলাদেশ)

৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

-১২ নটিক্যাল মাইল।

৪। মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম?

-১৯তম মোট ২৭টির মধ্যে থেকে।

৫। দেশের ১ম ভূগভস্থ জাদুঘর কোথিায় অবস্থিত ?

-সোহরাওয়ার্দী উদ্যান,ঢাকা।

৬। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?

-০.০১ শতাংশ।

৭। কাগজবিহীন বানিজ্য সহজীকরন চুক্তিতে  সর্বপ্রথম স্বাক্ষার করে কোন দেশ?

বাংলাদেশ

৮। কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?

-সুন্দরবনে।

৯।  পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?

-মুরং বা ম্রো

১০। দামতুয়া জলপ্রপাত  কোথায় অবস্থিত ?

-আলীকদম বান্দরবান।

১১। জলাবন কোথায় অবস্থিত ?

-রাতারগুল সিলেট

১২। ওয়াইফাই নগরী কোথায় ?

উত্তর-সিলেট।

 ১৩।উদ্ভিদ হাসপাতাল কোথঅয় ?

-মধুপুর

১৪। ভাসমান হাসপাতালের নাম কি ?

-জীবনতরী।

১৫। বাংলাদেশের বানিজ্যিক রাজধানী কোথায় ?

-চট্টগ্রাম।

 

আরও পড়ুন

×