সাধারণ জ্ঞান 

প্রকাশিত: 23/10/2019

নিজস্ব প্রতিবেদন

সাধারণ জ্ঞান 

সাধারণ জ্ঞান 

* পাকস্তিানি প্রধানমন্ত্রী ইমরান খানরে দলরে নাম কী ?
উত্তর: তহেরকি- ই - ইনসাফ (পটিআিই)
 * বর্তমান বিশ্বের বন্দর কেন্দ্রিক প্রকল্প গুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি ?
উত্তর : পায়রা গভীর সমুদ্রবন্দর । 

* ময়মনসিংহের অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে কোথায় ?
উত্তর : ত্রিশাল 

* আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কোর নারী ক্রিকেটার?
উত্তর : রুমানা আহমেদ ।

* সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার চুক্তি হয় কত সালে ?
উত্তর : ১৯২২ সালের ৩০ ডিসেম্বর।

* বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান কে ? 
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।

* সিরিয়ায় চলমান যুদ্ধ কবে শুরু হয়েছিলো ?
উত্তর : ২০১১ সালে । 

* সাংবাদকিদরে আর্ন্তজাতকি সংগঠন সপিজিরে পুরো নাম কী ছিলো? 

উত্তর: কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস । 

* ২০১৯ সাল থেকে বাংলা একাডেমিতে কোন পুরস্কার প্রদান করেন ? 
উত্তর : কবি জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার । 

* কোন দুটি দেশে ইউনেসকো ছেড়েছে ?
উত্তর: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল । 

আরও পড়ুন

×