সাধারণ জ্ঞান

প্রকাশিত: 19/10/2019

নিজেস্ব প্রতিবেদন

সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

১) সৌদি আরবের কোন কোন তেলের ক্ষেত্রে ড্রোন হামলা করা হয় ?
উত্তর: আবাকাইক এবং খুরাইস । 
২) সৌদি আরবের তেলের জন্য প্রধান আমদানি কারক দেশ কোনটি ?
উত্তর: আমেরিকা । 
৩) বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশে এ পর্যন্ত কতটি কোম্পানি চীন থেকে এসেছে ?
উত্তর : ২ টি দেশ ।
৪)২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশে তুলা  আমদানি অবস্থান কত তম স্থানে ছিল?
উত্তর: দ্বিতীয় তম ।
৫) বার্ষিক প্রতিবেদন ২০১৭ অনুযায়ী কতটি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে বাংলা দেশে ?
উত্তর: ৬৯৯ টি আছে । 
৬) ২০১৭ সালের প্রতিদেন অনুযায়ী ক্ষুদ্র ঋণ সংস্থা কত টাকা ঋণ দিয়েছেন ?
উত্তর : ১ লাখ ৪ হাজার ৫৭৮ টাকা । 
৭) ক্ষুদ্র ঋণ গ্রাহকের সংখ্যা কত আছে বর্তমানে ?
উত্তর: ২ কোটি ৯৯ লাখ।
৮) ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের মোট শাখা কত ?
উত্তর: ১৭,১২০ ।
৯) ক্ষুদ্র ঋণ সংস্থা গুলোতে মোট কত টাকা সঞ্চয়স্থিতি আছে ?
উত্তর: ৫৮, ৩৬২ কোটি টাকা।
১০) একটি ব্যাংক মুলধনের উপাদানের কত শতাংশ একক ভাবে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে?
উত্তর: ২৫% ।
১১) বর্তমানে ফুটবলে বাংলাদেশের র্যাঙ্কিং কত ?
উত্তর: ১৮৭ ।
১২) মাছ উৎপাদনে কোন দেশের অবস্থান শীর্ষে ?
উত্তর: চীন।
১৩) মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তর: ৮ম ।
১৪) ক্যাসিনো শব্দটি এসেছে কোথা থেকে ?
উত্তর: ইত্তালি ।
১৫) সবচেয়ে বেশি ক্যাসিনো/ জুয়া খেলা হয় কোথায় ?
উত্তর: চীনের ম্যাকাও।
১৬) বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তর: আমেরিকা।
১৭) বিশ্বের দ্বিতীয় তেল উৎপাদনকারী দেশ কোনটি ?
উত্তর: সৌদি আরব।

আরও পড়ুন

×