সাধারণ জ্ঞান 

প্রকাশিত: 21/10/2019

নিজস্ব প্রতিবেদন

সাধারণ জ্ঞান 

সাধারণ জ্ঞান 

১) বাংলাদেশের কোন কোন নোট সরকারি মুদ্রা ?

উত্তর: ১, ২, ও ৫ টাকা ।
২) বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি হার কত ? 
 
উত্তর: ১.২%।
৩) সেন্টমার্টিন দীপের অপর নাম কি ছিল ?

উত্তর :জিনজিরা।
৪) বাংলাদেশে ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে ?

উত্তর : বাংলাদেশ নৌবাহিনী ।
৫) ধান উৎপাদনে বাংলাদেশ কত তম স্থানে আছে ? 

উত্তর : চতুর্থ স্থানে । 
৬) পনামা খাল কোন মহাদেশে অবস্থিত ?

উত্তর: উত্তর আমেরিকা । 
৭) ভুটানের মুদ্রার নাম কি ?

উত্তর : গুলট্রাম।
৮) বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ?

উত্তর: রাঙ্গামাটি।
৯) মুজিবনগরের পূর্ব নাম কি ছিলো ?

উত্তর: বৈদ্যনাথতলা
১০) বাংলাদেশের সংবিধান কার্যকরিতা হয় কবে ?

উত্তর : ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর । 
১১) বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে ?

উত্তর: কামরুল হাসান । 
১২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ?

উত্তর : পি জে হাটজ । 
১৩) বাংলাদেশের সব চেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় ?

উত্তর:  হালদা নদী । 
১৪) তিয়েন ইয়েনমেন স্কোয়ার কোথায় অবস্থিত ? 

উত্তর: বেইজিং।
১৫) ) মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কত?

 

 উত্তর: ১৪২তম।

আরও পড়ুন

×