প্রকাশিত: 31/01/2021
কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কে যাত্রীবাহী মিনিবাস উল্টো গিয়ে আহাত-১০। শনিবার অনুৃমান বিকাল ৪টার দিকে রামু মেরুংলিয়া এলাকায় এঘটনা ঘটেছে। দুর্বল চাকা দিয়ে বেপরোয়া গাড়ী চালাতে গিয়ে এঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কক্সবাজার বাসটার্মিনাল থেকে যাত্রী নিয়ে কক্সবাজার ঈদগাঁওতে আসার পথে মহাসড়কের রামু মেরুংলিয়া এলাকায় রাস্তা উপর বাসটি উল্টে যায়। এসময় গাড়ীতে থাকা ১০ জন যাত্রী আহত হন। মিনি বাস নং কক্সবাজার-ছ-১১-০০৭৪।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সী লাইন বাসটি দুর্বল চাকা দিয়ে বেপরোয়া চালাতে গিয়ে চাকা-বাস্ট হয়ে মিনিবাসটি দুর্ঘটনা সম্মুখীন হয়েছে।
রামু তুলাবাগান হাইওয়ে থানার এ এস আই মোঃসাইফুল জানান, ঘটনার খবর পেয়েই এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রামু ও ঈদগাঁও হাসপাতালে প্রেরণ করেন।