প্রকাশিত: 12/02/2021
গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকান্ডে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মারা যাওয়া ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৩৫)।
বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টায় দিকে উপজেলার টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার হাইড্রোজেন পারঅক্সাইড প্ল্যান্টে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২১ জন শ্রমিক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট টানা ৪ ঘন্টায় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।