প্রকাশিত: 16/02/2021
চট্টগ্রাম শহরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে প্যারালাইজড এক বৃদ্ধা মারা গেছেন। নিহত বৃদ্ধার নাম নওশা (৮০)।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে 'সি' ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস। তিনি জানান, ভোর ৪টার দিকে 'সি' ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নওশা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা প্যারালাইজড ছিলেন। তাই ওই সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।