গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট নারী প্রকৌশলী

প্রকাশিত: 21/03/2021

নিজস্ব প্রতিবেদন :

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট নারী প্রকৌশলী

গাজীপুরে অফিস থেকে বাসায় যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী এক নারী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। গতকাল শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দূর্ঘটনায় নিহতের নাম আনিকা তাবাসসুম (২৪)। তিনি গাজীপুর মহানগরের পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৬নং জোনের উপসহকারী প্রকৌশলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জিএমপির বাসন থানার এসআই আল আমিন। তিনি জানান, শনিবার সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটি ধাক্কা দেয়। 

এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনিকা। এ ঘটনায় মোটরসাইকেল চালক বন্ধু আব্দুল্লাহ আল ইমরান আহত হন।

পরে স্থানীয়দের সহযোগীতায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেয় নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

আরও পড়ুন

×