প্রকাশিত: 28/10/2019
ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত।বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।রোববার রাত আটটার দিকে উপজেলার বসাক বাজার নামক স্থানে পটুয়াখালী-আমতলী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৫)। তিনি মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বরগুনা জেলার কো-অর্ডিনেটর ছিলেন। তাঁর বাড়ি আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে।গুরুতর আহত হয়েছেন আবদুল হালিম (৩৫)। তিনি একই কোম্পানির আমতলী ব্রাঞ্চের কো-অর্ডিনেটর। হালিমকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান।
জানা গেছে, জহিরুল ও হালিম দাপ্তরিক কাজে মোটরসাইকেলে করে পটুয়াখালীর এরিয়া অফিসে যাচ্ছিলেন। পথে বসাক বাজারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে দুজন গুরুতর আহত হন।জহিরুল ও হালিমকে ওখানকার স্থানীয় লোকজন উদ্ধার করেন। তাঁদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জহিরুলকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত হালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।