প্রকাশিত: 14/11/2019
ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত
মোটরসাইকেল করে চট্টগ্রাম থেকে চাঁদপুরের কচুয়া যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় লিংকন বড়ুয়া (৩০) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি সম্পর্কে এএসআই লিংকনের বন্ধু।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা-চাঁদুপুর আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত এএসআই লিংকন বড়ুয়া চট্টগ্রামের পূর্ব গুজার এলাকার বাসিন্দা। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানায় কর্মরত ছিলেন।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, এএসআই লিংকন বন্ধুসহ মোটরসাইকেলযোগে কচুয়া থানায় কর্মস্থলে যাচ্ছিলেন। লিংকনের বন্ধু মোটরসাইকেল চালাচ্ছিলেন। পদুয়ার বাজার পৌঁছলে মোটরসাইকেলটিকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ।