টাঙ্গাইলে কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: 18/11/2019

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলে কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী এলাকায় আজ সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। শিশু দুটি হলো বানিয়াবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে নাহিদ (৪) ও আবু বক্করের ছেলে আবির (৪)।

এ ব্যাপারে এলেঙ্গা পৌরসভার মেয়র নুরু-ই-আলম সিদ্দিকী বলেন, সকালে পরিবারের সবার অজান্তে নাহিদ ও আবির খেলতে খেলতে বাড়ির পাশে ডোবার পানিতে খেলনা পুতুল ধোয়ার জন্য যায়। এ সময় তারা পা পিছলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় দুজনের লাশ ভেসে ওঠে। পরে লাশ দুটি উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন

×