অটোরিকশাচাপায় আহত তাসমিয়া পিইসি পরীক্ষার্থী মারা গেছে

প্রকাশিত: 21/11/2019

নিজস্ব প্রতিবেদন

অটোরিকশাচাপায় আহত তাসমিয়া পিইসি পরীক্ষার্থী মারা গেছে

অটোরিকশাচাপায় আহত তাসমিয়া পিইসি পরীক্ষার্থী মারা গেছে

বরিশালের মুলাদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী তাসমিয়া আক্তার মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাসমিয়া মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলাম চৌকিদারের মেয়ে। সে স্থানীয় কাজীরচর নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় সে অংশ নিয়েছিল।

গতকাল বুধবার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয় তাসমিয়া। নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তাসমিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নয়াকান্দি এলাকায় নানা বাড়িতে থেকে পড়াশোনা করত তাসমিয়া। পড়াশোনায় ভালো ছিল সে।

বুধবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

আরও পড়ুন

×