দুর্ঘটনার বড় কারণ ‘ত্রুটিপূর্ণ রাস্তা, অদক্ষ চালক’: মোহাম্মদ সানোয়ার

প্রকাশিত: 19/01/2020

নিজস্ব প্রতিবেদন :

দুর্ঘটনার বড় কারণ ‘ত্রুটিপূর্ণ রাস্তা, অদক্ষ চালক’: মোহাম্মদ সানোয়ার

বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, আমাদের দেশের সড়ক দুর্ঘটনার বড় কারণ হচ্ছে ক্রটিপূর্ণ রাস্তাঘাট ও অদক্ষ চালক ।

আমাদের দেশের গাড়ি চালকরা গাড়ি চালাতে পারেন, কিন্তু তারা প্রকৃত চালক না । তারা চালক হিসেবে মারাত্মক অসচেতন । 

এসব চালকরা মালিকদের প্ররোচনায় অধিক ট্রিপ মারার জন্য অনিয়ন্ত্রিত গাড়ি চালায়, এ জন্য সড়কে দুর্ঘটনা বেড়ে চলছে ।

তিনি বলেন, সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রিত হওয়ার কারনে যে রাস্তায় রিকশা, সিএনজি চলার কথা না সেখানে সেগুলো চলে ।

সরকারি যেসব ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যারা এদিকে নজর দেয় না, এ কারণে সড়কে কোনো ফলাফল নিয়ে  আসতে পারে না ।

আমরা প্রতিনিয়ত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছি উল্লেখ করে মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় যে সব ক্ষতি হয়, তা কখনও পূরণ হয় না । পুষিয়ে নিতে হয় ।

 গত শুক্রবার (১৭ জানুয়ারি)  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক দুর্ঘটনায় চার বছর বয়সী এক শিশু তার বাবা-মাকে হারিয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষতি তার কোন কিছু দিয়ে পূরণ হবে না । এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে ।

আরও পড়ুন

×