ঝিনাইদহের হরিণাকুন্ডেু স্কুল ভবনে অগ্নিকান্ড

প্রকাশিত: 27/09/2019

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডেু স্কুল ভবনে অগ্নিকান্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলার মিলনায়তন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো জানান, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। এতে মিলনায়তনের ৫০ জোড়া বেঞ্চ, ১০টি ফ্যান, হোয়াইট বোর্ড, লেকচার টেবিল, টিনের চালা সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশন ম্যানেজার বিপুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুক্রবার ভোরে এ আগুনের সূত্রপাত। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এর অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মিলনায়তনটির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে এ প্রতিনিধি কে জানান, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের মিলনায়তন আগুনে পুড়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিঘœ ঘটবে, তিনি জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিদ্যালয়ের লেখাপড়ার স্বার্থে মিলনায়তন ভবনটি সংস্কার ও আসবাবপত্রের জন্য সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

×