লক্ষীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫০ লাখ টাকার মালামাল

প্রকাশিত: 02/06/2020

মোঃ রফিকুল ইসলাম

লক্ষীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে   পুড়ে গেছে ৫০ লাখ টাকার মালামাল

লক্ষীপুরের রায়পুর উপজেলার বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে ভয়াবহ অন্গিকান্ডে নয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । ব্যবসায়ীরা  দাবী করেছেন ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়েছে । উপজেলার হায়দর গন্জ বাজারে আজ (২জুন) বিকালে  এ অন্গিকান্ডের সুত্রপাত হয় । অন্গিকান্ডে ঔষধের দোকান , ফার্নিচার  , কাপড়ের  দোকান সহ মোট নয়টি পুড়ে গেছে । খবর পেয়ে রায়পুর উপজেলার নিবাহী  (ইউএনও) সাবরীন চৌধুরী ঘটনারস্থল পরিদর্শন  করেন । প্রত্যক্ষদর্শীয়া জানায় , বাজারের পেঁয়াজ হাটার একটি দোকান থেকে প্রথমে  আগুনের সুত্র পাত হয় ।অতপর এক পর এক দোকান মুর্হুতে  পুড়ে ছাই । খবর পেয়ে ফায়ার সার্ভিসের  একটি ইউনিট ঘটনার স্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে । রায়পুর উপজেলার সার্ভিসেের  ষ্টেশন মাষ্টার মো. নজরুল ইসলাম  বলেন যে, বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে আগুনের সুত্রপাত ঘটে । বর্তমানে  আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি ।    

আরও পড়ুন

×