রাজধানীর বাংলামোটরে বাসচাপায় দুইজন নিহত

প্রকাশিত: 04/06/2020

নিজস্ব প্রতিবেদন :

রাজধানীর বাংলামোটরে বাসচাপায় দুইজন নিহত

রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনার বাংলামোটর ট্রাফিক বক্স থেকে পুলিশ সদস্যরা বাসটি জব্দ করে এবং জাফর মোল্লা নামের বিহঙ্গ বাসের চালককে আটক করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত ১ জুন আবারও চালু হয় বাস চলাচল। বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা এবং শৃঙ্খলা আনার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। আজকের ঘটনাই তার প্রমাণ।

আরও পড়ুন

×