বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় লাশের সংখ্যা বেড়ে ৩৬

প্রকাশিত: 29/06/2020

নিজস্ব প্রতিবেদন :

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় লাশের সংখ্যা বেড়ে ৩৬

রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ অন্যদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।

আজ সোমবার সকাল ৯টার দিকে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি সদরঘাটের কাছেই ফরাসগঞ্জ ঘাট এলাকায় নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এ রিপোর্ট লেখার সময় বিকাল ৫টা পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান এখনও চলছে। অভিযান শেষে হলে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।

বিআইড‌ব্লিউ‌টিএর যুগ্ম প‌রিচালক একেএম আরিফ উদ্দিন ব‌লেন, সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে বা‌র্দিং করার আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়।

এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চটিতে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী ছিলেন ব‌লে জানান তি‌নি।

আরও পড়ুন

×