প্রকাশিত: 01/10/2019
আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরস্থ কমলনগরের চর ফলকন ইউনিয়নে লধুয়া মাছঘাট এলাকায় সুপারী গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত এই নারীর নাম সুরাইয়া আক্তার ।
হাজির হাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মিজানের স্ত্রী সুরাইয়া। নিহত সুরাইয়ার দু’টি সন্তান রয়েছে। চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ জানান, নিহত সুরাইয়ার স্বামী মিজান দীর্ঘ দিন থেকে অসুস্থ্য। সংসারের খরচ ও স্বামীর চিকিৎসার জন্য সে লুধুয়ামাছঘাটে বিভিন্ন লোকের কাছে সাহায্যের জন্য যান।
এলাকাটি ভাঙনকবলীত হওয়ায় ওই এলাকার জয়নাল আবেদীন সুপারী গাছ কাটছিলেন। এ সময় সুরাইয়া গাছের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।