রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু, মাটির নিচে বিদ্যুতের তার রয়েছে বলেন কর্তৃপক্ষ

প্রকাশিত: 14/07/2020

নিজস্ব প্রতিবেদন :

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু, মাটির নিচে বিদ্যুতের তার রয়েছে বলেন কর্তৃপক্ষ

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু। আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজগেটের সামনে এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, মো. আনোয়ার হোসেন (২৮) ও আবদুল আজিজ (২৬)।নিহত দুজনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈশ্বরদী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিন শ্রমিক বিদ্যুৎলাইনে কাজ করতে যান। কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ চিৎকার শুনতে পান আশপাশের মানুষ। এতে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই দুই শ্রমিক বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর অবস্থায় পড়ে আছেন।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের সাথে উপস্থিত থাকা এক শ্রমিক জানান, সকালে আমরা রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় পিসিআর ল্যাব বসাতে বিদ্যুতের কাজ করতে যাই। একপর্যায়ে হঠাৎ এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মাটির নিচে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন ওই দুই শ্রমিক। অথচ কর্তৃপক্ষ আমাদের বলেননি যে, মাটির নিচে বিদ্যুতের তার রয়েছে। দুর্ঘটনার পরেই তা জানতে পারি।

আরও পড়ুন

×