বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সাঁতরে তীরে ফিরলেন ১৩ জেলে

প্রকাশিত: 26/07/2020

নিজস্ব প্রতিবেদন :

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, সাঁতরে তীরে ফিরলেন ১৩ জেলে

কক্সবাজার মহেশখালী উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ১৩ জেলেই সাঁতরে তীরে ফিরেছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারমালিক মেম্বার নুরুল আমিন খোকা জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ‘এফবি এম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ মাঝি-মাল্লা মাছ ধরতে যান।

উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে এবং বিপুল পরিমাণ লইট্ট্যা মাছসহ অন্যান্য মাছ ধরতে সক্ষম হন জেলেরা।

পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে নৌকাটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ওখানেই ডুবে যায়।

আরও পড়ুন

×