রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রাঙ্গুনিয়ায় গাছে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আবু আহমেদ (৪৫)। বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পেয়াদাপাড়া এলাকায়।

তিনি একই ইউনিয়নের রামগতির হাট এলাকায় একটি মাইকের দোকান চালাতেন।  মঙ্গলবার (১১ আগস্ট) সকাল দশটার দিকে একই ইউনিয়নের পশ্চিম বেতাগী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বেতাগী ইউপি (ইউনিয়ন পরিষদ)সদস্য সমীর মহাজন বলেন, বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী এলাকার হিন্দুপাড়ায় পাঁঠা ছাগলের বাজারের আয়োজন করেন স্থানীয়রা। বাজার পরিচালনার জন্য আয়োজকরা আবু আহমেদের মাইক ভাড়া করেন।

ছাগলের বাজারে বাঁশের মাথায় মাইক লাগানোর সময় অসাবধানতা বশত গাছের উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে বাঁশটি লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়েই মারা যান ।

আরও পড়ুন

×