হরিপুরে নদীতে ডুবে এক নারীর মৃত্যু

হরিপুরে নদীতে ডুবে এক নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদী পার হয়ে গরু আনতে গিয়ে কোহিনূর বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক দুপুর দেড়টার দিকে সীমান্ত ঘেষা বালাডাঙ্গী নামক মাঠে থাকা গরু আনতে যাওয়ার সময় কুলিক নদীর পানির স্রোতে কোহিনুর তলিয়ে যায়।

পরে বিকাল ৩টার দিকে এলাকাবাসী ঐ নারীর লাশ উদ্ধার করেন। ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ধাকদহ গোপালপুর(বালাডাঙ্গী) নামক স্থানে। মৃত্যু কোহিনূর বেগম (৪০) হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ধাকদহ গোপালপুর গ্রামের ফয়সাল আলীর স্ত্রী।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, আজ শনিবার দুপুর দেড়টার দিকে স্বামী স্ত্রী দুজনই বাড়ির পার্শ্বে কুলিক নদী পার হয়ে বালাডাঙ্গী নামক মাঠে থাকা গরু আনতে যায়।

এ সময় কোহিনুর কুলিক নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তার লাশ বিকাল ৩টার দিকে কুলিক নদী থেকে উদ্ধার করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নদীতে ডুবে একজন মারা গেছে বিষয়টি আমি স্থানীয় লোকের মাধ্যমে শুনেছি।

আরও পড়ুন

×