কুড়িগ্রামে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত: 01/09/2020

নিজস্ব প্রতিবেদন :

কুড়িগ্রামে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়। তিনি জানান, নিহত আরিফ ফুলবাড়ী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরিফ নীলকমল নদীতে কলার ভেলায় করে যাচ্ছিলেন। সে সময় কলার ভেলায় বজ্রপাত হলে মারাত্মক আহত হয়ে নদীতে পড়ে যায় আরিফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন

×