প্রকাশিত: 05/09/2020
নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীণ অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া।
বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহতরা হলেন, রাশেদ (৩০), সাব্বির (২২), দেওয়ান হোসেন (৪৫), জুবায়ের (৭), জামাল (৪০), জুয়েল (১৮), হুমায়ন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭) ও কুদ্দুস বেপারী (৭০)। বাচ্চু মিয়া আরো জানান, চিকিৎসাধীন বাকি ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লাহ পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে।