বাঁশখালী চাঁনপুর এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষ

বাঁশখালী চাঁনপুর এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষ

চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়ার চানপুর দমদমা দিঘির পাড় সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৭.০০টায় শহরগামী বাঁশখালী স্পেশাল সার্ভিস ( ঝিনাইদহ -ঝ ১১-০০০৪)  ও পেকুয়াগামী সান লাইনের(চট্র মেট্রা - ব  ১১-১২৫৬) সাথে মুখামুখি সংঘর্ষ হয়।

এতে সানলাইন ড্রাইভার সাধনপুর ৬নং ওয়ার্ডের মরহুম জিয়াবুল হকের ছেলে মোঃ ফারুক (৩২)কে ফায়ার সার্ভিসের কর্মীরা আশংকা জনক অবস্থায় উদ্ধার করে এবং ৬জন যাত্রীকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয় এতে ১জন যাত্রী আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পাঠায়। 

বাঁশখালী রোড যেন সানলাইন ও এস আলমের জন্য আকাশ পথ, এমন বেপরোয়াভাবে গাড়ি চলাচল বাঁশখালী বাসীর জন্য প্রতিনিয়ত হুমকি, এতে পরিবহন সার্ভিসদেরকে সতর্কতার সাথে গাড়ী চালাতে হবে, না হয় বাঁশখালী রোডে এভাবে দুর্ঘটনায় কবলিত হবে এ বিষয়ে  এলাকার জনসাধারণদের পক্ষে থেকে অত্র এলাকার জাহেদুল ইসলাম বলেন আমরা এই রকম দুর্ঘটনা আর চাইনা আমরা বাঁশখালীতে দুই লাইনের রাস্তা সরকারের পক্ষ থেকে চাই যেন দুর্ঘটনা রোধ করা যায়।

আরও পড়ুন

×