প্রকাশিত: 25/09/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন অজ্ঞাত এক নারী। সকালে ১০টায় দিনাজপুর-সান্তাহার রেলওয়ে রুটের ফুলবাড়ী উপজেলার জয়নগর রেলগেট নামকস্থানে এই ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। ওই নারীকে এর আগে কখন ঘটনাস্থলস্থ এলাকায় দেখা যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার সহকারী পরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিকী জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।