প্রকাশিত: 21/10/2020
রাজধানীর তেজগাঁওয়ে এপেক্সের টায়ার কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, রাত ৩টা ১০ মিনিটে তেজগাঁওয়ে এপেক্স কারখানায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও সাতটি ইউনিট যোগ দেয়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরো জানান, আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।