আবারও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন।

প্রকাশিত: 28/10/2020

মোস্তফা কামাল (সোহাগ)

আবারও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ২ জন।

মোস্তফা কামাল (সোহাগ) স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজার - টেকনাফ এলজি ইডি রোড়ের রামুর পানেরছড়া ফরেস্ট অফিসের পাশে পালকি ( ক্লোজ ডোর) এর সাথে কক্সবাজার মূখি টমটমের মুখোমুখি ধাক্কায় টমটম ড্রাইভার সহ গুরুত্ব আহত ২, টমটম ড্রাইভারের অবস্থা আসংখ্যা জনক। হয়তো মারাও যেতে পারে। বাংলাদেশ একটি অন্যতম খারাপ দিক হলো সড়ক দুর্ঘটনায়, এটি এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে সরকার। তবুও দিন দিন এটির প্রভাব বেড়ে চলছে। এখন প্রশ্ন হলো? সরকার কি এই কাজে ব্যর্থ হয়েছে? মোটেও না। ব্যর্থ হয়েছি আমরা। ব্যর্থ হয়েছে সাধারণ মানুষ। কিন্তু কেন? উত্তরঃ আমরা নিজেদের কারণে আমাদের এই দূরাবস্থা। অকালে মৃত্যু, পরিবারের দারিদ্রতা। কথায় আছে "একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না " আমরা জানি, কিন্তু মানি না? আবার, আমরা দেখি রাস্তার পাশে সাইনবোর্ডে লিখা আছে" জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়" এইখান থেকেই আমরা শিক্ষা নিতে পারি। আপনি বাঁচলে বাপের নাম। সড়ক দুর্ঘটনায় এড়ানোর কিছু বিধিমালা। ১/ ক্রটিমুক্ত যানবাহন। ২/ প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার দ্বারা পরিচালিত করা। ৩/ সাধারণ জনগণের সচেতনতা এবং মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া। ৪/ ট্রাপিক আইন মেনে চলা। ইত্যাদি নিয়ম অনুসরণ করলে সড়ক দুর্ঘটনায় এড়ানো সম্ভব।

আরও পড়ুন

×