বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: 13/10/2019

 বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে ওয়ারিছ আলী (৫০) নামের এক প্যারালাইসিসি রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে। (১২ অক্টোবর) শনিবার বিকেলে ওয়ারিছ আলীর বাড়ির পুকুরে এঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৭টায় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জানাগেছে, উপজেলার বাওনপুর গ্রামের ওয়ারিছ আলী একজন প্যারালাইসিসি রোগী। দীর্ঘদিন ধরে তিনি এ রোগী ভুগছেন। তিনি একজন হত-দরিদ্র মানুষ। শনিবার বিকেলে কোনো এক সময় পরিবারের সকলের অজান্তে নিজ বাড়ি পুকুরে তিনি পড়েন যান। ওই বাড়ির কয়েকজন নারী হঠাৎ পুকুরে গিলে দেখতে পান ওয়ারিছ আলীর ভাসমান দেহ। পরে তাদের আত্বচিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের ধারনা পুকুরে পা ছিটকে গিয়ে পড়ে তিনি মারা যান। এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি জানার পর আমি স্থানীয় ওয়ার্ডের ইউপি মেম্বারের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করি। পুকুরের পানিতে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে বলে তিনি জানান।

আরও পড়ুন

×