চার্জ দিয়ে হেডফোনে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু!

প্রকাশিত: 28/12/2020

নিজস্ব প্রতিবেদন:

চার্জ দিয়ে হেডফোনে গান শুনতে গিয়ে যুবকের মৃত্যু!

বগুড়ায় মোবাইল ফোন চার্জ দিয়ে হেডফোন দিয়ে গান শোনার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে এক যুবক। তার নাম মাহমুদুল হাসান রাকিব (২৬)। শনিবার রাত ৯ টায় নগরীর ঠনঠনিয়া কলোনীতে এ দুর্ঘটনাটি ঘটে।

রাকিব বগুড়া শহরের কলোনী এলাকার ‘চট্টগ্রাম নূর হোটেল’ এর মালিক শাহানুর রহমানের ছেলে।

রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু রবিবার দুপুরে জানান, শনিবার সন্ধ্যার পর রাকিব তার ঘরে ছিল। রাত নয়টার দিকে তাকে ডাকতে গেলে কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বাড়ির দরজা ভেঙে দেখেন যে রাকিব বিদ্যুতায়িত হয়ে পড়ে আছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বাবা মো: শাহানূর চিকিত্সার কারণে বগুড়ার বাইরে অবস্থান করছেন এবং রাকিবের মা অসুস্থ হয়ে ঢাকয় চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, যুবকটি মোবাইলে প্রচুর গান শুনতেন এবং অনেক সময় রাত জেগে থাকতেন। প্রাথমিকভাবে অনুমান করা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে।

আরও পড়ুন

×