হরিজনপল্লিতে  বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ে এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছেন ।   

প্রকাশিত: 15/10/2019

নিজেস্ব প্রতিবেদন

হরিজনপল্লিতে  বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ে এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছেন ।   

টাঙ্গাইল শহরের জেলা কারাগারের পাশের হরিজনপল্লিতে  বাঁশের সাঁকো ভেঙ্গে পড়ে এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছেন । 
 
আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। আর নিহত ওই নারীর নাম হলো শুভা রানী রাথুত তার বয়স ৪০। তিনি ওই এলাকার সুবল লাল রাওয়ের স্ত্রী । আহত ব্যক্তিরা হলেন ; বলাই হরিজন তার বয়স ৫৪, আনন্দ রাও তার বয়স ২৫, সালমান হরিজন তার বয়স ২৫, প্রীতম হরিজন ২২, অজয় হরিজন তার বয়স ২৭, এবং বিশ্বনাথ হরিজন তার বয়স । তাঁরা একই পল্লির বাসিন্দা । ওখানকার বাসিন্দা বলেন ; আজ সকাল সাড়ে সাতটার দিকে হরিজনপল্লির শুভা রানী রাথুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । এ সময় প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগে নেন । তাঁরা শুভা রাণীকে নিয়ে ওই বাঁশের সাঁকো পার হওয়ার সময় সেটি ভেঙ্গে খালে পরে যায় । আশপাশের লোকজন  এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে ।পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শুভা রানীকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×