সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২

প্রকাশিত: 10/01/2021

নিজস্ব প্রতিবেদন :

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ২

সাতক্ষীরায় যাত্রীবাহি একটি বাস অন্য বাসকে ওবারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লে পড়ে ২ যাত্রী নিহত। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।

আজ রবিবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে শাকদহ ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসটি পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিম এসে বাসের মধ্যে থেকে দুইজনের লাশ উদ্ধার করে। এছাড়া আহত দশ জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শিদ। তিনি বলেন, আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×