ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: 26/01/2021

নিজস্ব প্রতিবেদন :

ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ২ স্কুলছাত্র নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছেন আরও ১ জন। 

আজ সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্রামের বাসিন্দা সাকিব (১৮) ও একই উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা শাহিন মুন্সি (১৮)।   তারা দু'জন ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক। তিনি জানান, নিহত সাকিব ও শাহিন মুন্সি একই মোটরসাইকেলে করে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পরে ঘটনাস্থলে পৌঁছালে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

এসময় পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল চালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক লাবলু গুরুতর হন। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।  

আরও পড়ুন

×