প্রকাশিত: 20/10/2019
আলীর চোখের ডাক্তার দেখানো আর হলো না
বেশ কিছু দিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন রাজধানীর রায়েরবাগের মোহাম্মদবাগ এলাকার মো. আলী যার বয়স ৫০ বছর । আজ রোববার সকাল ৬ টায় ফার্মগেট ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন । কিন্তু চোখের ডাক্তার দেখানো আর হলো না । যাত্রাবাড়ির রায়েরবাগের পিক-আপের ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়েছে । এমনকি তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । আর সকাল সাড়ে সাতটায় ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।
মৃত্য মো.আলী ফরিদপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার মহিশা গ্রামের মকিন আলীর ছেলে।
নিহতের এক আত্মীয় জানান, রায়েরবাগের মোহাম্মদবাগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন মো. আলী। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার চোখের সমস্যা ছিল। আজ ভোরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। রায়েরবাগে দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।