আরেক মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি

প্রকাশিত: 20/04/2021

নিজস্ব প্রতিবেদন :

আরেক মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি

হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ মঙ্গলবার সকালে এক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান।

এর আগে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নাশকতার একটি মামলায় মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। 

এর আগে গত রোববার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামুনুল হক বেশ কয়েকদিন ধরে আলোচনায় আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ২৬ মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এছাড়া ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হক নারীসহ ঘেরাও হন। তাকে ছাড়িয়ে নিতে হেফাজতের কর্মীরা সেদিন রিসোর্ট ভাঙচুর করে। ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ থানায় তিনটি মামলা হয়েছে। এর একটিতে মামুনুল হককে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

×