হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: 26/04/2021

নিজস্ব প্রতিবেদন :

হেফাজত নেতা জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

তিন মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৩ মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পল্টনের ২ মামলায় ৩ দিন করে ছয় দিন আর মতিঝিলের মামলায় ৪ দিন।

এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

এর আগে ১৮ এপ্রিল পল্টন থানার নাশকতায় এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষ হওয়ায় আজ তাকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাওয়া হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

×