নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: জিএম কাদের

প্রকাশিত: 03/05/2021

নিজস্ব প্রতিবেদন :

নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: জিএম কাদের

শিবচরে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। 

আজ সোমবার সকালে এক শোকবার্তায় মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জিএম কাদের বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া মৃতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, আজ সোমবার সকাল ৭টার দিকে মাদারীপুরের শিবচরে পদ্মানদীতে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডে সঙ্গে যাত্রী বোঝাই স্পিডবোটের ধাক্কা লাগে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ আছে বেশ কয়েক জন যাত্রী।

আরও পড়ুন

×