স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের প্রতিনিধি দল

প্রকাশিত: 05/05/2021

নিজস্ব প্রতিবেদন :

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজতের প্রতিনিধি দল

গতকাল মঙ্গলবার রাতে হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে  বৈঠকে বসেছেন।

গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকেন হেফাজত নেতারা।  

হেফাজতের বিলুপ্ত কমিটির মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ হাটহাজারী মাদ্রাসার একটি প্রতিনিধি দলও বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও সেখানে উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানিয়েছে, হেফাজতের সহিংসতার পর উদ্ভূত পরিস্থিতিকে ঘিরে হেফাজত ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি পরে ঢাকায় আসেননি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল রাতে নুরুল ইসলাম জিহাদীসহ হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

×