দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ২৬ লাখ মানুষ

প্রকাশিত: 28/04/2021

নিজস্ব প্রতিবেদন :

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ২৬ লাখ মানুষ

দেশে এ পর্যন্ত প্রায় ২৬ লাখের বেশি মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৫ লাখ ৭৯ হাজার ৮৪। আর করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন দেশের ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন।

এ ছাড়া গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৭২ লাখ ৪০ হাজার ৮২ জন করোনা টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ২০ হাজার ৮৬১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আর প্রথম ডোজ নিয়েছেন ৩২৫ জন। 

উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।  প্রথম টিকা নেওয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুন

×