আগামী ১৬ মে পর্যন্ত বাড়ল কঠোর লকডাউন

প্রকাশিত: 03/05/2021

নিজস্ব প্রতিবেদন :

আগামী ১৬ মে পর্যন্ত বাড়ল কঠোর লকডাউন

দেশে চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। 

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কথা জানান।

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আজ (৩ই মে) সোমবার থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন

×