প্রকাশিত: 24/07/2021
আজ ২৪ শে জুলাই, জাপান থেকে এল অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার প্রথম চালান। এটিতে মোট ২ লাখ ৪৫ হাজার টিকা এসেছে৷ পর্যায়ক্রমে এই চালানের মোট ২৯ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। যা আসবে জাপান থেকে৷
বাংলাদেশ এ পর্যন্ত মোট ৭ ধরণের করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদেন দিয়েছে। যেগুলো হলো মডার্না, ফাইজার, স্পুটনিক ভি, জনসন এন্ড জনসন, কোভিসিল্ড, সিনোফার্ম ও সিনোভ্যাক এর ভ্যাকসিন৷ গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে অ্যাস্ট্রোজেনেকার টিকা দিয়ে দেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার৷