আজ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত জানাবে আইন মন্ত্রণালয়

প্রকাশিত: 08/05/2021

নিজস্ব প্রতিবেদন :

আজ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত জানাবে আইন মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে মন্ত্রণালয় আজ আইনি মতামত জানাবে। আগামীকাল রোববার সকালে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

আজ শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই। অর্থাৎ সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত মতামত হবে। তবে কী অভিমত দেওয়া হচ্ছে, সে বিষয়ে আইনমন্ত্রী কিছু বলেননি।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। 

গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান তিনি। পরে আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী। 

আরও পড়ুন

×