প্রকাশিত: 29/04/2021
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে সংক্রমণ ও মৃত্যুতে। এ ধরনের পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে, ভারতের দ্রুত অবনতি হওয়া করোনা পরিস্থিতি বিবেচনা করে লড়াই চালিয়ে যাওয়া মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রেরণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনায় ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ এবং প্রাণহানি থেকে বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।