প্রকাশিত: 23/05/2021
আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ৬০% বেশি ভাড়া দিয়ে চলাচল করতে পারবে দূরপাল্লাার বাস।
আজ রবিবার ২৩মে লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার । প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সকল ধরনের গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে ৬০% বেশি ভাড়া নিয়ে চলাচল করতে পারবে। যাত্রীসহ সকলকে মাস্ক ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।
এছাড়া হোটেল-রেস্তোরা ও খাবারের দোকেন গুলোতে স্বাস্থ্যবিধি মেনে বসে খাবার খাওয়া যাবে।