প্রকাশিত: 02/05/2021
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত জনজীবন। মহামারির চোখ রাঙানিতে বাংলাদেশে সংক্রমণ বেড়েই চলেছেন। মৃত্যুর পরিসংখ্যানেও যোগ হচ্ছে নতুন নতুন রেকর্ড।
গত এক মাস (এপ্রিল) দেশে করোনায় ২ হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। দৈনিক গড়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে একমাসে এত সংখ্যক মানুষের প্রাণহানির প্রথম রেকর্ড এটি।
দেশে করোনায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হয়। এর পর এযাবৎকালের সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে গত এপ্রিল মাসে। গত মাসে করোনায় মোট দুই হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে এক মাসে সর্বাধিক মৃত্যু ছিল গত বছরের জুলাইয়ে, এক হাজার ২৬৪ জন।