কোনো অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না : আতিক

প্রকাশিত: 26/10/2019

নিজস্ব প্রতিবেদন

কোনো অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না : আতিক

কোনো অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না : আতিক


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না।আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে  সরকারি তিতুমীর কলেজের আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন ডিএনসিসি মেয়র। কয়েকজন কাউন্সিলরের অপকর্ম প্রসঙ্গে মেয়র আতিক বলেন, কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য দুঃখ হয়। তিনি বলেন, ‘আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারী করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার তার ভোগ করা লাগবে।’

ফুটপাত উচ্ছেদ প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘এক ভাগের ও কম লোক তাতে অখুশি হয়। তারা ফুটপাতে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টানিয়ে নেয়। আমাদের অবস্থান পরিস্কার, আমরা ফুটপাত দখলকারীদের প্রশ্রয় দেব না।’

আরও পড়ুন

×