সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে আগামী এপ্রিলে

প্রকাশিত: 26/10/2019

নিজস্ব প্রতিবেদন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে আগামী এপ্রিলে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে আগামী এপ্রিলে
 


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী এপ্রিল থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এ বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন।

তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহজে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে। যাতে পর্যটকরা নিরাপদে থাকতে পারেন।তাদের যেনো কোনো অসুবিধা না হয় ।

আরও পড়ুন

×